চীনের লজিস্টিকস খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি
2024-04-01 17:02:16

মার্চ, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে চীনের লজিস্টিকস খাতে। সম্প্রতি চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের প্রকাশিত লজিস্টিকস খাত সম্পর্কিত শিল্পের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। 

পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময় চীনের সামাজিক লজিস্টিকসের চাহিদা ছিলো ৫৫ দশমিক ৪ ট্রিলিয়ন ইউয়ানের সমপরিমাণ, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।

অন্যদিকে চায়না লজিস্টিকস ইনফরমেশন সেন্টার জানায়, অভ্যন্তরীন চাহিদা তৈরির পাশাপাশি এই দুই মাসে বিভিন্ন পণ্যের আমদানিও বেড়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, প্রথম দুই মাসে, লজিস্টিকস খাতের মোট রাজস্ব ১ দশমিক ৮ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া