চীন-মধ্য এশিয়া সচিবালয় সি’আনে চালু
2024-03-31 16:03:27

মার্চ ৩১: চীনের শায়ানসি প্রদেশের সি’আনে চালু হয়েছে চীন-মধ্য এশিয়া ব্যবস্থার সচিবালয়। এ উপলক্ষ্যে গতকাল (শনিবার) সি’আনে আয়োজিত অনুষ্ঠানে চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

গত বছরের মে মাসে সি’আন শহরে চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়। সব পক্ষই ব্যবস্থার নির্মাণের উন্নতি ত্বরান্বিত করতে এবং চীনে একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করতে সম্মত হয়। এক বছরেরও কম সময়ের মধ্যে, চীন এবং মধ্য এশিয়ার সকল পক্ষ একটি সচিবালয় প্রতিষ্ঠার কাজ ঐকমত্য থেকে বাস্তবে রূপান্তরিত করেছে, চীন-মধ্য এশিয়া ব্যবস্থার দক্ষ এবং বাস্তবসম্মত বৈশিষ্ট্য ও সুবিধাগুলো সম্পূর্ণরূপে প্রদর্শন করেছে।

চীন-মধ্য এশিয়া ব্যবস্থার সচিবালয়ের সূচনা চীন-মধ্য এশিয়া ব্যবস্থার নির্মাণে একটি নতুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং উন্নয়নের জন্য ছয়টি দেশ একসঙ্গে কাজ করার দৃঢ় সংকল্পকে আবারও আন্তর্জাতিক সমাজের কাছে প্রদর্শন করেছে। পাশাপাশি সব পক্ষের যৌথ প্রচেষ্টায়, চীন-মধ্য এশিয়া ব্যবস্থা এবং এর সচিবালয় চীন ও মধ্য এশিয়ার মধ্যে উচ্চমানের সহযোগিতার উন্নয়ন অব্যাহত রাখবে।

(শুয়েই/হাশিম/আকাশ)