দুর্নীতি দমন এবং সিপিসির শাসন জোরদারে বিশেষ সম্মেলন
2024-03-31 15:16:44

মার্চ ৩১: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো গত শুক্রবার বেইজিংয়ে এক সম্মেলন আয়োজন করে। এতে ‘২০তম সিপিসির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় দফা পরিদর্শন সংক্রান্ত বিস্তৃত প্রতিবেদন’ যাচাই করা হয়েছে। সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এতে সভাপতিত্ব করেন।

সম্মেলনে বলা হয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং রাজনৈতিক ভিত্তি। আমাদের অবশ্যই সিপিসির নেতৃত্বকে সমুন্নত রাখতে হবে এবং শক্তিশালী করতে হবে, নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের উপর সি চিন পিংয়ের চিন্তাধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে এবং নিজের দায়িত্ব দৃঢ়ভাবে পালন করতে হবে।

সম্মেলনে বলা হয়, দৃঢ়ভাবে ঝুঁকি প্রতিরোধ ও সমাধান করতে হবে, উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করতে হবে। সিপিসির ব্যাপক ও কঠোর শাসনব্যবস্থাকে আরও গভীর করতে হবে, সিপিসির বিভিন্ন স্তরের নেতার তত্ত্বাবধান জোরদার করতে হবে এবং দুর্নীতির শাস্তি আরো কঠোর কতে হবে।

(শুয়েই/হাশিম/আকাশ)