চীনের সঙ্গে নতুন সুযোগ সৃষ্টি করতে চায় আন্তর্জাতিক বাণিজ্য মহল
2024-03-31 18:03:16

মার্চ ৩১: বোআও এশিয়া ফোরামের ২০২৪ সালের সম্মেলন চীনের হাইনান প্রদেশের বোআওতে সমাপ্ত হয়েছে। ফোরামে আন্তর্জাতিক বাণিজ্য মহলের প্রতিনিধিরা বলছেন যে, চীনের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহতভাবে উচ্চমানের দিকে যাচ্ছে, তাঁরা চীনের সঙ্গে উভয়ের কল্যাণের নতুন সুযোগ সৃষ্টি করতে আগ্রহী।

ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার গ্লোবাল সিইও প্যাসকেল সোরিওট বলেন, বোআও এশিয়া ফোরাম আন্তঃদেশীয় সহযোগিতার জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করে এবং চীনা বাজারের উন্নয়নে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের কোম্পানি চীনের উদ্ভাবিত পণ্যগুলোতে প্রচুর বিনিয়োগ করছে, যা শুধুমাত্র চীনা বাজারের বিকাশে আমাদের সাহায্য করবে না, আমরা এই পণ্যগুলো বিশ্বের অন্যান্য এলাকায়ও নিয়ে যাব।

ইইউ-চীন ব্যবসায়িক সমিতির চেয়ারম্যান জোছুম এস হাকমা বলেন, বছরের পর বছর উন্নয়নের পর, চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক পারস্পরিক নির্ভরশীল এবং একীভূত হয়েছে। উভয় পক্ষকে কূটনৈতিক ও রাজনৈতিক সংলাপের দ্বার উন্মুক্ত করতে হবে।

(শুয়েই/হাশিম/আকাশ)