বৈদ্যুতিক গাড়ি বাজারে আনলো মোবাইল ব্র্যান্ড সিয়াওমি
2024-03-31 17:19:26

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: বৈদ্যুতিক গাড়ির জগতে প্রবেশ করলো চীনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড সিয়াওমি। বৃহস্পতিবার সিয়াওমি চীনের রাজধানী বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে নিউ স্পিড আলট্রা ৭ (এসইউ ৭) মডেলের গাড়ির বাজারজাত কার্যক্রম শুরু করেছে।

সিয়াওমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেই চুন বলেন, এই মডেলটির তিনটি সংস্করণ এসইউ৭, এসইউ ৭ প্রো এবং এসইউ সেভেন ম্যাক্স  বাজারে আসবে,যার দাম হবে সাড়ে ৩২ লাখ থেকে সাড়ে ৪৫ লাখ টাকা পর্যন্ত।   

তিনি আরও বলেন, এসইউ ৭ সবচেয়ে সুন্দর, স্মার্ট ও চালানোর জন্য সবচেয়ে সহজ গাড়ি।  এই বৈদ্যুতিক গাড়িটিতে রয়েছে 'সুপার বৈদ্যুতিক মোটর'।

এক দশক আগে সিয়াওমি যেখানে স্মার্টফোনের বাজার কাঁপিয়ে দিয়েছিল, ঠিক তেমনি বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে হানা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সিয়াওমির জনপ্রিয় ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে যুক্ত অপারেটিং সিস্টেমের কারণে এসইউ সেভেন গাড়িটি গ্রাহক আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। এর চালক সিয়াওমির মোবাইল অ্যাপগুলোতে নিরবচ্ছিন্ন অ্যাক্সেস পাবেন।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- চায়না ডেইলি/সিসিটিভি