নতুন মৌসুমে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ছে চীনে
2024-03-31 17:20:26

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন গ্রীষ্ম-শরতের মৌসুমে ৭০টি দেশে ১৭ হাজার ২৫৭টি সাপ্তাহিক ফ্লাইটের জন্য ১৬৪টি দেশীয় ও বিদেশি এয়ারলাইন্সের আবেদন অনুমোদন করেছে চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি)। এতে গড়ে সপ্তাহে ৬৬টি দেশের সাড়ে ১২ হাজার যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হবে।

এর মাঝে চীনের এভিয়েশন কর্তৃপক্ষ মূল ভূখণ্ড, বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও এবং চীনের তাইওয়ানের মধ্যে ৩৭টি এয়ারলাইন্সকে সাপ্তাহিক ৩৩৮৫টি ফ্লাইটের অনুমোদন দিয়েছে।

চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তারা ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকান দেশগুলোয় ১৮৮টি আন্তর্জাতিক রুট ফ্লাইট পরিচালনা করবে।

সিএএসি জানিয়েছে, গ্রীষ্ম-শরতের মরসুমে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা বাড়তে থাকবে এবং ভিয়েতনাম, জাপান, লাওস এবং রাশিয়াসহ চীনের প্রতিবেশী দেশগুলোতেও যাত্রীবাহী ফ্লাইট উল্লেখযোগ্যভাবে বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়, ধীরে ধীরে ভিসা-মুক্ত নীতি কার্যকর হওয়ায় হাঙ্গেরি, অস্ট্রিয়া, স্পেন, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যাও বাড়বে। সেই সঙ্গে কমবে টিকিটের দাম।

আসছে ৪ এপ্রিল চীনে নিহতদের স্মরণে পালিত হবে ছিংমিং সমাধি পরিচ্ছন্ন করার উৎসব। এই ছুটিতে বেইজিং থেকে ব্যাংকক বা কুয়ালালামপুর যাওয়ার ফ্লাইটের মূল্য ট্যাক্সসহ সাড়ে ৮শ ইউয়ান (প্রায় ১১৮ ডলার), হবে বলে বলেন জানালেন চীনের একটি তথ্য গবেষণা সংস্থার কর্মকর্তা লিউ থিং।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি