চীনে ৫জি ব্যবহারকারী ৮৫ কোটি ছাড়ালো
2024-03-31 17:16:04

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় অর্ধেকই ৫জি মোবাইল ডিভাইস ব্যবহার করেন। সম্প্রতি সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চীনে ৫জি ব্যবহারকারীর সংখ্যা ৮৫ কোটি ১০ লাখে পৌঁছেছে। ২০২৩ সালের তুলনায় ২৯ দশমিক ২ কোটি ৯২ লাখেরও বেশি।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ নাগাদ চীনে মোট ১ দশমিক ৭৪ বিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী ছিল, যার মধ্যে ৮৫ কোটি ১০ লাখ ৫জি ডিভাইস ব্যবহারকারী।

চায়না মোবাইল রিসার্চ ইন্সটিটিউটের কৌশলগত ও শিল্প গবেষণা কেন্দ্রের গবেষক চাং লিসিয়ান বলেন, দ্রুত গতির এই বৃদ্ধি চীনের যোগাযোগ এবং ডিজিটাল উন্নয়নের একটি মাইলফলক। এটি সম্পূর্ণরূপে ডিজিটাল যুগের একটি দৃঢ় ভিত্তি।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি