চীনে চাল রপ্তানি বাড়ানোর পরিকল্পনা থাইল্যান্ডের
2024-03-31 17:16:56

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হওয়ায় দেশটিতে চাল রফতানি বাড়ানোর পরিকল্পনা করছে থাইল্যান্ড।

গত মাসে থাই সরকার চীনা আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে। এ সময় উভয় পক্ষ দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে একটি সম্ভাব্য বিতরণ কেন্দ্র নিয়ে আলোচনা করে।

এ ছাড়া থাই প্রধানমন্ত্রী সরেথা থাভিসিনের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের মধ্যে চীনে ৭ দশমিক ৫ মিলিয়ন টন চাল রফতানি করতে চায় থাইল্যান্ড। গত বছর ৭ মিলিয়ন টন চাল রপ্তানি করেছিল দেশটি।

ইতোমধ্যেই চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এ বছর থাইল্যান্ড থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার টন চাল আমদানির বিষয়ে আশাবাদী, যা গত বছরের  থেকে ১ লাখ ৫০ হাজার টন বেশি।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি