‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ চীনজুড়ে প্রতিষ্ঠিত হচ্ছে
2024-03-31 23:21:07

মার্চ ৩১: ২০২১ সাল থেকে দেশব্যাপী ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ নির্মাণে বাণিজ্য মন্ত্রণালয়সহ একাধিক বিভাগ কাজ করে আসছে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুসারে, এ বছরে দেশের ৭০ শতাংশেরও বেশি শহরে ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্তে’র নির্মাণকাজ এগিয়ে নেয়া হবে। 


‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্তে’র অর্থ হচ্ছে বাসিন্দারা বাসা থেকে বের হয়ে ১৫ মিনিটের মধ্যে দ্রুত বিনোদন, কেনাটানা, ক্রীড়াসহ নানা চাহিদা পূরণ করতে পারবেন। 


এ বছরে, দেশের হেই লং চিয়াং প্রদেশ আবাসিক এলাকায় জনগণকে সুবিধা দেয়া বিষয়ক সেবা কার্যক্রমের উন্নয়ন করছে। ২০২৫ সাল পর্যন্ত, শহরের ৯০ শতাংশ আবাসিক এলাকায় ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ বাস্তবায়িত হবে। 


দেশের দক্ষিণাঞ্চলের চিয়াং সু প্রদেশের রাজধানী নান চিংয়ে, ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ উন্নয়নে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা চু সু কে জানান, ‘আমরা আবাসিক ভবন থেকে নামার পর, এই ছোট স্কোয়ারে গিয়ে পোশাক, ছাতা, জুতা ঠিক করাতে পারব, আমাদের বাচ্চারা স্কুল থেকে ফিরে আসার পর, এখানে খেলাধুলাও করতে পারবে। এ ছাড়া আমাদের একালার বয়স্করা শাকসবজি কেনার পর, এখানে এসে বসতে পারবেন। 

(আকাশ/হাশিম/শুয়েই)