আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানকে স্বাগত জানায় শ্রীলঙ্কা
2024-03-31 23:22:33


মার্চ ৩১: চীনে রাষ্ট্রীয় সফরের সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধন ২৮ থেকে ৩০ মার্চ শাংহাই সফর করেন। এ সময় তিনি জানান, শাংহাইয়ের শহর পরিকল্পনা থেকে শ্রীলঙ্কা অভিজ্ঞতা লাভ করতে পারে। এ ছাড়া  আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানকে শ্রীলঙ্কায় বিনিয়োগ করতে উৎসাহিত করেন তিনি। 


২৯ মার্চ সকালে একটি অনুষ্ঠানে তিনি জানান, দু’দেশের বন্ধুত্বের ইতিহাস অনেক দীর্ঘ। তিনি বলন, “অনেক চীনা শিল্পপ্রতিষ্ঠানের শ্রীলঙ্কায় বিনিয়োগ প্রকল্পগুলো ইতোমধ্যে নির্মিত হয়েছে বা হচ্ছে। দু’দেশের সহযোগিতা অব্যাহত ও গভীরভাবে এগিয়ে নিতে আমাদের আত্মবিশ্বাস রয়েছে।’ তিনি বলেন, ‘ চীনের অর্থনীতি উন্নয়নের গতি বিশ্বের অনেক দেশের চেয়ে দ্রুত। তা এশিয়ার অন্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে।’


চীনা পর্যটকদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “শ্রীলঙ্কার পর্যটন শিল্প এখন পুনরুদ্ধারের অবস্থায় রয়েছে এবং বেশ উন্নত হচ্ছে। চীনা পর্যটকদের জন্য সুবিধাজনক পর্যটন-রুট সৃষ্টি করতে আমরা প্রচেষ্টা চালাচ্ছি।’


এ ছাড়া ‘এক চীন নীতি’তে শ্রীলঙ্কার অবিচল থাকার কথাও তিনি আবারও জোর দিয়ে বলেছেন। 


শাংহাই যাবার আগে, তিনি বেইজিং ও হাইনান সফর করেন। 

(আকাশ/হাশিম/শুয়েই)