দ্বিতীয় অধিবেশনের নির্দেশিকা বাস্তবায়নের আহ্বান চীনের শীর্ষ আইনপ্রণেতার
2024-03-31 17:21:37

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ আইনসভার ১৪তম জাতীয় গণ কংগ্রেস-এনপিসির দ্বিতীয় অধিবেশনের নির্দেশিকা নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ আইন প্রণেতা চাও ল্য চি।

শনিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশে এক গবেষণা সফরকালে এ আহ্বান জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্য চি। 

প্রদেশের তিংকান কাউন্টির তৃণমূল আইনপ্রণেতা এবং স্থানীয়দের সঙ্গে  আলোচনার সময় চাও বলেন, আইনপ্রণেতাদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে হবে এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা করতে হবে। 

এই প্রদেশের বাণিজ্য ও বিনিয়োগ, শিল্প উন্নয়ন, ব্যবসার পরিবেশ, জনগণের জীবিকা এবং পরিবেশের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সভ্যতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আইন প্রণয়ন করার আহ্বান জানান এই শীর্ষ আইনপ্রণেতা। 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া