চীনে ড্রোনের সংখ্যা বাড়ছে
2024-03-31 17:13:53

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালের শেষ নাগাদ চীনে ড্রোনের সংখ্যা ৩২ শতাংশ বেড়ে ১২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। এই ইউএভি বা ড্রোনগুলো গত বছর ২ কোটি ৩০ লাখ ঘণ্টারও বেশি উড়েছিল। চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না জানাল এ তথ্য।

সিভিল এভিয়েশন আরও জানিয়েছে, ১৭টি বেসামরিক মানবহীন এভিয়েশন টেস্ট জোন এবং তিনটি টেস্ট ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছিল, যার মধ্যে শহর ও দ্বীপ এলাকা রয়েছে।

প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে মনুষ্যবিহীন ড্রোনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিতে এটা প্রতীয়মান হয় যে, দেশটির স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতি শিল্পের বিকাশ অব্যাহত আছে।

 

ফয়সল/রহমান

 

তথ্য: চায়না ডেইলি, ভিডিও: সিসিটিভি