জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার সাথে ওয়াং ই’র সাক্ষাৎ
2024-03-31 18:30:37

মার্চ ৩১: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত শুক্রবার বেইজিংয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং বোয়াও এশিয়া ফোরামের সাবেক চেয়ারম্যান ইয়াসুও ফুকুদার সাথে সাক্ষাত্ করেছেন।

ওয়াং ই বোয়াও এশিয়া ফোরামের উন্নয়নের প্রতি সবসময় যত্নশীল এবং ইতিবাচক অবদান রাখার জন্য ফুকুদারের প্রশংসা করেন। তিনি আশা করেন, দু’পক্ষ চীন-জাপান সম্পর্ককে একটি কৌশলগত উচ্চতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করবে, ফুকুশিমার পারমাণবিক দূষিত জল নিষ্কাশনের মতো, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে, এমন সমস্যাগুলো আন্তরিকভাবে এবং সঠিকভাবে পরিচালনা করবে। শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে এবং চীন-জাপান সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের জন্য একসাথে কাজ করবে।

ফুকুদা বলেন, জাপান, চীনের সাথে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে, সংলাপ ও যোগাযোগ জোরদার করতে এবং পার্থক্যগুলো সঠিকভাবে সমাধান করতে ইচ্ছুক।

(জিনিয়া/হাশিম/শুয়েই)