মার্কিন হস্তক্ষেপ বন্ধ করতে হবে: হংকং সরকার
2024-03-31 19:19:38

মার্চ ৩১: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের ওয়েবসাইটে গতকাল (শনিবার) প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের ‘হংকং পলিসি অ্যাক্ট’ রিপোর্ট এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সংশ্লিষ্ট বিবৃতির তীব্র নিন্দা ও বিরোধিতা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শনিবার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের তথাকথিত ‘হংকং পলিসি অ্যাক্ট’ রিপোর্ট এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের মিথ্যা মন্তব্য, অপবাদ এবং এ সম্পর্কিত বিবৃতি প্রকাশের তীব্র নিন্দা ও বিরোধিতা জানিয়েছে। স্পষ্টতই মার্কিন আধিপত্য রক্ষার রাজনৈতিক উদ্দেশ্যে এ সব করা হয়েছে। অন্যান্য স্থানের উন্নয়ন অধিকার এবং নিরাপত্তা স্বার্থকে ক্ষুণ্ন করার জন্য এ সব মিথ্যাচার করে যুক্তরাষ্ট্র।

হংকং সরকার যুক্তরাষ্ট্রকে চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং হংকং ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানায়।

(শুয়েই/হাশিম/আকাশ)