বিদেশিদের আইনি পরামর্শ দিতে চীনে অ্যানিমেটেড ড্রামা সিরিজ
2024-03-31 17:18:04

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বিদেশিদের লক্ষ্য করে ‘লিগ্যাল টিপস’ নামের একটি অ্যানিমেটেড ড্রামা সিরিজ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি চীনের ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনআইএ) এই সিরিজ প্রকাশ করে।   

সিরিজটির লক্ষ্য হলো চীনের প্রচলিত আইন সম্পর্কে বিদেশিদের ধারণা দেওয়া এবং ব্যবহারিক ও কার্যকর আইনি নির্দেশনা দেওয়া। 

পাঁচ পর্বের সিরিজটি এনআইএ’র ইমিগ্রেশন অ্যাফেয়ার্স সার্ভিস সেন্টার পরিচালনা করেছে। প্রতিটি পর্ব প্রায় পাঁচ মিনিটের। এটি চীনা ও ইংরেজি সংস্করণে আছে।

বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিরিজটি। এগুলো দেখা থাকলে বিদেশিদের পক্ষে অজ্ঞতার কারণে চীনা নিয়ম ও প্রবিধান ভঙ্গ করা থেকে রক্ষা পাওয়া সম্ভব। পাশাপাশি বসবাসের অনুমতি, বাসস্থান নিবন্ধন এবং কর্মসংস্থান কভার করা সহজ হয়।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি