সপ্তাহে চীন-যুক্তরাষ্ট্রে ১০০ ফ্লাইট
2024-03-31 18:29:28

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও  যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ১০০টিতে পৌঁছেছে। মহামারির পর থেকে সংখ্যাটি বেশ ভালো একটি উচ্চতায় পৌঁছেছে। কোভিড মহামারির সময় সপ্তাহে মাত্র কয়েক ডজন ফ্লাইট পরিচালিত হতো।

ফেব্রুয়ারির শেষের দিকে চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ৩১ মার্চ থেকেই চীন ও যুক্তরাষ্ট্রের এয়ারলাইনগুলো সপ্তাহে ১০০টি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে পারবে।

চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা রোববার প্রতি সপ্তাহে এ মাইলফলকে পৌঁছায় বলে জানিয়েছে সিভিল এভিয়েশন প্রশাসন।

মহামারির শুরুর কয়েক বছর আগে দুটি দেশে সপ্তাহে ৩০০টি ফ্লাইট ছিল। তাই নতুন ফ্লাইট যোগ হওয়ার পরও সংখ্যাটি আগের স্তরের মাত্র এক তৃতীয়াংশ।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি