চীন ও কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপ অনুষ্ঠিত
2024-03-30 17:16:24

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক : প্রথমবারের মতো চীন-কাজাখস্তান পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বেইজিংয়ে কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়কমন্ত্রী মুরাত নুর্তলেউ  এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে এই কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ‘র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্যও ওয়াং ই বলেন,  দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনার অধীনে, চীন ও কাজাখস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী গতি বজায় রাখবে এবং দিন দিন এ সম্পর্ক আরও  পরিণত হবে। তার মতে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, সমর্থন এবং সহায়তার একটি ভালো উদাহরণ হবে এ সম্পর্ক।

তিনি আরও বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কাঠামোর মধ্যে বাণিজ্যের পরিধি বাড়াতে কাজাখস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

এসময় জনগণের মধ্যে আদান-প্রদান, এবং দুই দেশের মধ্যে নতুন ক্ষেত্রে সহযোগিতার প্রসারে দুই পক্ষকে যৌথভাবে যোগাযোগের একটি উচ্চ-মানের, টেকসই এবং স্থিতিস্থাপক নতুন করিডোর নির্মাণের আহ্বান জানান ওয়াং ই।

মুরাত নুর্তলেউ বলেন, কাজাখস্তান তার কূটনৈতিক এজেন্ডায় চীনকে অগ্রাধিকার দেয়। কাজাখস্তান তাইওয়ান এবং সিনচিয়াং-সম্পর্কিত ইস্যুতে তার মূল স্বার্থ রক্ষায় চীনকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং চীনের সঙ্গে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে আরও জোরদার করতে ইচ্ছুক দেশটি। 

নুর্তলেউ যোগ করেন, পারস্পরিক সহযোগিতা প্রসারিত করতে, দুই দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়াতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে ইচ্ছুক কাজাখস্তান।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিজিটিএন