জাপানকে প্রতিবেশি দেশগুলোর নিরাপত্তা উদ্বেগকে সম্মান করতে হবে: চীনা মুখপাত্র
2024-03-30 21:04:29

মার্চ ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, প্রতিবেশি দেশগুলোর নিরাপত্তা উদ্বেগকে সম্মান করতে জাপানকে তাগিদ দেয় চীন। 

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে, জাপান ক্রমশ প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এবং সমরিক খাত উন্নয়নের চেষ্টা করছে। এতে সত্যিকার অর্থে জাপানের শান্তিপূর্ণ উন্নয়নের পথ বজায় থাকবে কিনা- এ বিষয় নিয়ে এশিয়ার প্রতিবেশি দেশগুলো ও আন্তর্জাতিক মহলের প্রবল সন্দেহ ও উদ্বেগ রয়েছে। 

চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, জাপানের উচিত সত্যিকার অর্থে, প্রতিবেশি দেশের নিরাপত্তা উদ্বেগকে সম্মান করা, আগ্রাসনের ইতিহাসকে পুরোপুরি স্বীকার করা এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকা। যাতে করে এশিয়া ও আন্তর্জাতিক মহলে দেশটি সুনাম বাজায় রাখতে পারে। 

(আকাশ/হাশিম/শুয়েই)