বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নে সবার সঙ্গে কাজ করতে চায় চীন
2024-03-30 17:34:30

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ তথা বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নে অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।  সদ্য সমাপ্ত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে এমনটা বলেছেন চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ছেন চিয়াওতোং।

একটি সাব-ফোরামে বক্তৃতা দেওয়ার সময় ছেন বলেন, এ উদ্যোগটি চীনের দেওয়া একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সহযোগিতামূলক ভিত্তিও গড়ে দেবে।

তিনি আরও জানান, ২০২২ সালে প্রস্তাবিত হওয়ার পর থেকে উদ্যোগটি ১০০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে।

ভাইস মিনিস্টার ছেন বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে উপযোগী যাবতীয় পদক্ষেপের জন্য চীন সবসময় উন্মুক্ত এবং এ কাজে পারস্পরিক সহযোগিতার একটি যুৎসই ভিত্তি খুঁজতে পশ্চিমা দেশগুলোসহ বিশ্বের সকল দেশের সঙ্গেই কাজ করতে ইচ্ছুক চীন।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি