চীনের উচ্চমানের উন্নয়ন এশিয়া ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়: আন্তর্জাতিক অভিমত
2024-03-30 20:56:59


মার্চ ৩০: সদ্যসমাপ্ত বোআও এশিয়া ফোরামের (বিএফএ) সাফল্যের উচ্চ মূল্যায়ন করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা । তাঁরা জানান, বিএফএ বিভিন্ন দেশের বিনিময় ও সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ ও মঞ্চ দিয়েছে। তাঁরা মনে করেন, চীনের অর্থনীতির উচ্চ গুণগত মানের উন্নয়ন এশিয়া ও বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ সাংবাদিক তাহবুব বলেন, বিএফএ হচ্ছে চিন্তাধারা বিনিময় ও ভাগাভাগির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। 


মঙ্গোলিয়ার অর্থমন্ত্রী জানান, পরিবেশ ও জলবায়ু, সবুজ উন্নয়ন, মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, উচ্চ মানের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশ্বে সামনের সারিতে রয়েছে চীন। এটি আমাদের প্রতিবেশী দেশগুলোর উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। 

(আকাশ/হাশিম/ফেইফেই)