পর্যটন বর্ষের সূচনায় কাজাখ প্রেসিডেন্টকে সি চিনপিংয়ের অভিনন্দন
2024-03-30 16:59:41

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে কাজাখস্তান পর্যটন বর্ষ চালু হওয়া উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা বিনিময় করেছেন কাজাখ প্রেসিডেন্ট কাসেম-জোমার্ট তোকায়েভ ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। গত শুক্রবার তারা এ বার্তা বিনিময় করেন।

সাংস্কৃতিক আদান-প্রদান এবং পর্যটন সহযোগিতা চীন ও কাজাখস্তানের জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের কাজ করবে বলে জানান সি।

অভিনন্দনবার্তায় সি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের জনগণের মধ্যে আদান-প্রদান বেড়েছে। পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা এবং লুবান কর্মশালা প্রতিষ্ঠার পাশাপাশি দুই দেশের যুবসমাজের মধ্যে নানা ধরনের বিনিময় বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সি তার শুভেচ্ছাবার্তায় আশা করেছেন, দুই দেশ এ বছর পর্যটন সহযোগিতাকে আরও গভীর করা, মানুষের মধ্যে আদান-প্রদান বাড়ানো এবং আরেকটি ‘সোনালি ৩০ বছর' প্রতিষ্ঠার জন্য চীন-কাজাখস্তান সম্পর্ক মজবুত করতে হাত মেলাবে এবং নতুন দিনের নির্মাণে অবদান রাখবে।

তোকায়েভ বলেন, কাজাখস্তান ও চীন বন্ধুসুলভ প্রতিবেশী এবং দুই দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও গভীর হচ্ছে।

তিনি আরও বলেন, কাজাখস্তানের একটি দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে, যেখানে অনেক আকর্ষণীয় স্থান এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে।

সেই সঙ্গে মানুষের আতিথেয়তার কারণে কাজাখস্তান চীনা পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠতে পারে বলেও জানান তিনি।

চলতি চীনা পর্যটন বছরকে ঘিরে কাজাখস্তান বেশ কিছু কার্যক্রম হাতে নেবে বলে জানান তোকায়েভ।

ফয়সল/ঐশী