পাকিস্তানে চীনাকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্তে ওয়ার্কিং গ্রুপ পাঠিয়েছে চীন
2024-03-30 18:16:23

মার্চ ৩০: পাকিস্তানের দাসু জলবিদ্যুত্ কেন্দ্রে চীনা সরবরাহ গাড়িবহরে সন্ত্রাসী হামলা ঘটনা তদন্তে একটি আন্তঃবিভাগীয় ওয়ার্কিং গ্রুপকে পাকিস্তানে পাঠিয়েছে বেইজিং। গত ২৮ মার্চ পাকিস্তানে পৌঁছার পর, ওয়ার্কিং গ্রুপটি অবিলম্বে পাকিস্তানের দূতাবাস এবং সংশ্লিষ্ট মহলের সাথে ব্যাপক জরুরি তদন্ত কাজ শুরু করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, দাসু সন্ত্রাসী হামলার পর, চীন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেছে।

ওয়ার্কিং গ্রুপের নেতা পাকিস্তানকে যত তাড়াতাড়ি সম্ভব ঘটনার তদন্ত করতে, পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করতে, নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকরভাবে জোরদার করতে, নিরাপত্তা ঝুঁকি সম্পূর্ণরূপে দূর করতে এবং পাকিস্তানে চীনা কর্মী, প্রতিষ্ঠান ও প্রকল্পের নিরঙ্কুশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের দাবি জানান।

পাকিস্তান জানিয়েছে যে তারা হামলার ঘটনার ব্যাপক তদন্ত পরিচালনা করেছে এবং চীনা কর্মী, প্রকল্প এবং প্রতিষ্ঠানের সুরক্ষা আরও জোরদার করার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে চীনের নির্মিত দাসু জলবিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ গাড়িবহরে গত ২৬ মার্চ সন্ত্রাসী হামলা হয়। এতে ৫ জন চীনা এবং ১ জন পাকিস্তানি নিহত হয়।

(জিনিয়া/হাশিম/ফেইফেই)