দ্রুত বাড়ছে চীনের অনুবাদ বাজার
2024-03-30 17:33:21

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের ব্যবসা-বাণিজ্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বেড়েছে। ফলে চীনা ভাষার ব্যবহার ও গুরুত্ব যেমন বেড়েছে তেমনি বেড়েছে এই ভাষায় অনুবাদের চাহিদাও। শনিবার হুনান প্রদেশের ছাংশাতে ‘ট্রান্সলেটার্স অ্যাসোসিয়েশন অব চায়না’র বার্ষিক সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে ‘ডেভেলপমেন্ট অব ট্রান্সলেশন ইন্ডাস্ট্রি রিপোর্ট ২০২৪’ প্রকাশ করা হয়। তাতে দেখা গেছে, চীনের অনুবাদ বাজার এখন ৬৮ দশমিক ৬৪ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা ২০২২ সালের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।
চীনে এখন অনুবাদ সংস্থা ৬ লাখ ২৩ হাজার ২৬০ এ পৌঁছেছে, যা ২০২২ সালের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেশি। এর মধ্যে বেইজিংয়ে সবচেয়ে বেশি সংখ্যক অনুবাদ সংস্থা (মোট সংখ্যার ২৭.৫ শতাংশ) রয়েছে। এর পরে রয়েছে শাংহাই (১৫ দশমিক ৭ শতাংশ) এবং কুয়াংতোং (১০ দশমিক ১ শতাংশ)।
প্রতিবেদনে আরও বলা হয়, এই অনুবাদকদের অধিকাংশই খণ্ডকালীন কাজ করেন। অনুবাদ ও দোভাষী বিভাগে পড়া শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশ অনুবাদ সংশ্লিষ্ট শিল্পে কাজ করছেন।
চীনে ৩০৯টি বিশ্ববিদ্যালয় অনুবাদ ও দোভাষী বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ৩১৬টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হচ্ছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: চায়না ডেইলি