চীনে আইনভিত্তিক ব্যবসায়িক পরিবেশ গড়তে আলোচনাসভা
2024-03-30 17:35:24

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: আইনভিত্তিক ব্যবসায়িক পরিবেশের উন্নয়নকে জোরদার করতে চীনের গণরাজনৈতিক পরামর্শক সম্মেলন সিপিপিসিসি’র জাতীয় কমিটির একটি পরামর্শমূলক সভা হয়েছে। শুক্রবারে এ সভার চেয়ারম্যান ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিপিসিসি’র জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।

ওয়াং বলেন, আইন-ভিত্তিক ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে জন্য রাজনৈতিক উপদেষ্টাদের মূল বিষয়গুলোতে গুরত্বারোপ করতে হবে। পাশাপাশি ব্যাপক গবেষণা কার্যক্রম পরিচালনা, লক্ষ্যমাত্রা ঠিক করে ফলপ্রসূ সমাধান এবং পরামর্শ দেওয়ার প্রতিও আহ্বান জানান ওয়াং। লক্ষ্য বাস্তবায়নে সিপিপিসিসি’র ভূমিকাকে কাজে লাগানোর কথা বলেন তিনি।

সভায় সিপিপিসিসির জাতীয় কমিটির ১০ সদস্য বক্তব্য রাখেন। প্রত্যেকেই ব্যবসায়িক পরিবেশের সঙ্গে সম্পর্কিত আইনগুলোর উন্নীতকরণের মাধ্যমে স্থিতিশীল, স্বচ্ছ এবং আইন-ভিত্তিক ব্যবসায়িক পরিবেশ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।  একইসঙ্গে তারা সামাজিক ঋণ ব্যবস্থা জোরদারের আহ্বানও জানান।

 

ফয়সল/রহমান

 

তথ্য ও ছবি: সিজিটিএন