এশিয়া ও বিশ্বের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই বোয়াও এশিয়া ফোরাম
2024-03-30 19:26:57

মার্চ ৩০: সম্প্রতি, বোয়াও এশিয়া ফোরাম ‘এশীয় অর্থনৈতিক সম্ভাবনা এবং একীকরণ প্রক্রিয়া সম্পর্কিত ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন’ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যে, মহামারী পরবর্তী সময়ে এশিয়া বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান ভিত্তি এবং চীন বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে একটি বড় এবং অব্যাহত চালিকা শক্তি হিসেবে থাকবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বোয়াও এশিয়া ফোরাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মুখপাত্র বলেন যে, ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনৈতিক, ব্যবসায়িক এবং পণ্ডিতদের দেড় হাজার জনেরও বেশি প্রতিনিধি ফোরামে অংশ নিয়েছেন। তারা এশিয়া এবং বিশ্বের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

(জিনিয়া/হাশিম/শুয়েই)