সহযোগিতা বাড়াতে ফ্রান্সের সাথে কাজ করতে উন্মুখ চীন
2024-03-30 20:34:14

মার্চ ৩০: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজার্ন ১ এপ্রিল চীন সফর আসছেন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী সেজার্নের চীন সফরের সময়, সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার সঙ্গে আলোচনা করবেন এবং সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন।

লিন চিয়ান বলেন, এ বছর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী এবং চীন-ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বর্ষ। সাম্প্রতিক বছরগুলোতে, দুই রাষ্ট্রপ্রধানের যৌথ নেতৃত্বে, চীন-ফ্রান্স সম্পর্ক উন্নয়নের একটি ভাল গতি বজায় রেখেছে। উভয়পক্ষের ঘন ঘন উচ্চ-স্তরের আদান-প্রদান করছে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতার অগ্রগতি অব্যাহত রয়েছে, বহুপাক্ষিক ক্ষেত্রে ভাল যোগাযোগ ও সহযোগিতা বজায় রয়েছে এবং যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

সেজার্ন  দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম চীন সফর। চীন-ফ্রান্স সম্পর্ক, চীন-ইইউ সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে গভীর আদান-প্রদানের জন্য বেইজিং, প্যারিসের সঙ্গে একসাথে কাজ করতে উন্মুখ। দুই পক্ষের মধ্যে আলোচনার ভাল গতি অব্যাহত থাকবে এবং চীন-ফ্রান্স সম্পর্কের আরও উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র। (জিনিয়া/হাশিম/শুয়েই)