প্রাচীন চীনা কর্মকর্তার ত্রিমাত্রিক প্রতিকৃতি নির্মাণ
2024-03-30 17:23:18

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: থ্রিডি পোর্ট্রেট পুনরুদ্ধার প্রযুক্তি ব্যবহার করে প্রায় দুই হাজার দুইশ বছর আগের ছিন সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার ত্রিমাত্রিক প্রতিকৃতি তৈরি করেছেন চীনের প্রত্নতাত্ত্বিকরা।

ওই কর্মকর্তা এক হাজার একশটিরও বেশি বাঁশের স্লিপে নানা ঘটনা ও বিষয় লিখে রেখেছিলেন। তার তৈরি বাঁশের স্লিপগুলোকে প্রাচীন চীনের প্রথম দিককার একটি বিশ্বকোষ বলা হয়।

হুবেইয়ের ডেপুটি কিউরেটর ওয়াং সিয়ানফু জানিয়েছেন, প্রত্নতাত্ত্বিকরা ওই কর্মকর্তার কঙ্কালের গঠন বিশ্লেষণ করেছেন। প্রতিকৃতি নির্মাণে ব্যবহার করেছেন লেজার থ্রিডি স্ক্যানিং ও কম্পিউটার মডেলিং। গাণিতিক সূত্র ব্যবহার করে সম্ভাব্য উচ্চতা  ও ওজনও মাপা হয়েছে ওই ব্যক্তির।

৪৫ থেকে ৫০ বছর বয়সে মারা যাওয়ার সময় ছিং শাসনামলের ওই কর্মকর্তার কাছে ছিল তার তৈরি বাঁশের স্লিপগুলো। তার সমাধিতে পাওয়া ওই লিপিতে ৪০ হাজারেরও বেশি অক্ষর রয়েছে।

গবেষকদের মতে, বাঁশের ওপর লেখা ওই নথিগুলোতে প্রাচীন চীনের আইন ও প্রশাসনিক ব্যবস্থা, চিকিৎসা এবং বেশ কিছু ঘটনার বর্ণনা আছে।

প্রাচীন এ কর্মকর্তার হাড়ের অবশিষ্টাংশ এবং বাঁশের স্লিপগুলো ১৯৭৫ সালে হুবেই প্রদেশের ইউনমেং কাউন্টির একটি সমাধিস্থলে আবিষ্কার করা হয়। হুবেই প্রাদেশিক যাদুঘর এবং হুবেই প্রাদেশিক কালচারাল রেলিক্স অ্যান্ড আর্কিওলজি ইনস্টিটিউটের গবেষকরা ওই কর্মকর্তার মুখাবয়ব পুনরুদ্ধারের কাজ চালাতে চিলিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেন ২০১৯ সালে।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি