আরবলিগের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করবে চীন: ওয়াং ই
2024-03-29 15:24:56

মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও আরব রাষ্ট্রসমূহের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করবে দুই পক্ষ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বেইজিংয়ে লিগ অফ আরব স্টেটসের চীন প্রতিনিধি অফিসের নতুন প্রধান আহমেদ মুস্তফা ফাহমির সঙ্গে সাক্ষাত করে এ কথা বলেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং, ফাহমিকে চীনে তার নতুন পদে স্বাগত জানান।

তিনি উল্লেখ করেন,  চীন-আরব রাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের সেরা সময় উপভোগ করছে। 

ওয়াং বলেন, ২০২২ সালে প্রথম চীন-আরব শীর্ষ সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয় এবং চীন উভয় পক্ষের নেতাদের ঐকমত্য বাস্তবায়নের জন্য ও একটি অভিন্ন ভবিষ্যত নিয়ে চীন-আরব রাষ্ট্র সম্প্রদায়ের নির্মাণকে এগিয়ে নিতে আরব রাষ্ট্রের লিগের সঙ্গে কাজ করতে প্রস্তুত। 

চলতি বছর চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীকে সামনে রেখে চীন ওই ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে বলে উল্লেখ করেন ওয়াং। ওয়াং বলেন ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধারের ন্যায়সঙ্গত কারণের প্রতি সমর্থন জোরদার করাসহ উভয় পক্ষের অভিন্ন বিষয়গুলোতে সমন্বয় বাড়ানোর সুযোগ গ্রহণ করা উচিত।

ফাহমি বলেন ফিলিস্তিন ইস্যুতে চীনের ন্যায্য অবস্থান এবং আরব দেশগুলোর প্রতি তার দৃঢ় সমর্থনের জন্য আরব পক্ষ চীনের উচ্চ প্রশংসা করে। তিনি আরব রাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ফাহমি।

শান্তা/ফয়সল