ইন্দোনেশিয়ার সঙ্গে সার্বিক কৌশলগত সহযোগিতা গভীরতর করবে চীন
2024-03-29 18:33:10

মার্চ ২৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের নির্বাচিত প্রেসিডেন্ট এবং গ্রেটার ইন্দোনেশিয়ান অ্যাকশন পার্টির চেয়ারম্যান প্রবোও সুবিয়ান্তো ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন এ তথ্য জানান।

সফরকালে প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন সুবিয়ান্তো। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থজড়িত বিষয়ে মতবিনিময় করবেন। 

 

মুখপাত্র আরো বলেন, চীন ও ইন্দোনেশিয়া উভয়ই গুরুত্বপূর্ণ উন্নয়নশীল বড় রাষ্ট্র এবং নবোদিত অর্থনৈতিক সত্তার প্রতিনিধি। দেশ দুটির ঐতিহ্যবাহী মৈত্রী সুগভীর এবং সহযোগিতাও ঘনিষ্ঠ। প্রেসিডেন্ট হিসেবে জনাব প্রবোও চীনকে প্রথম সফরের গন্তব্যস্থান হিসেবে বেছে নিয়েছেন; যা চীন ও ইন্দোনেশিয়ার সম্পর্কের উচ্চ মানের বহিঃপ্রকাশ। দেশ দুটি আসন্ন সফরকে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করবে এবং সার্বিক কৌশলগত সহযোগিতা গভীরতর করবে বলে উল্লেখ করেন মুখপাত্র।

লিলি/তৌহিদ