সিচাংয়ে দাসত্ব মুক্তি দিবস পালিত
2024-03-29 15:22:52

 

২৯, সিএমজি বাংলা ডেস্ক: ১৯৫৯ সালের ২৮ মার্চ ছিল চীনের সিচাং বা তিব্বতবাসীর জন্য এক অনন্য আনন্দের দিন। এদিন সিচাং এর ১০ লাখের বেশি ভূমিদাস (সার্ফ) দাসত্ব থেকে মুক্তি পেয়ে নতুন জীবনে প্রবেশ করেন।

শত শত বছর ধরে তিব্বতে দাসত্ব প্রথা ছিল। ১৯৪৯ সালে চীনের মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ফলশ্রুতিতে ১৯৫৯ সালের ২৮ মার্চ স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ের দশ লাখের বেশি ভূমিদাসের মুক্তি ঘটে। পিপলস রিপাবলিক অব চায়নার নাগরিক হিসেবে আইনগত ও মানবিক অধিকার ফিরে পান তারা।

২০০৯ সালে আঞ্চলিক আইনসভা ২৮ মার্চকে ১০ লাখ ভূমিদাসের মুক্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার লাসায় বর্ণাঢ্যভাবে দাসত্বমুক্তি দিবস পালন করেন সিচাংয়ের অধিবাসীরা।

শান্তা/ফয়সল