যুক্তরাষ্ট্রের উচিত চীনা কোম্পানিগুলোকে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা ও দূর থেকে নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করা
2024-03-29 18:05:50

মার্চ ২৯: যুক্তরাষ্ট্রের উচিত চীনা কোম্পানিগুলোকে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা ও দূর থেকে নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করা। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেছেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের চিপ রফতানি ব্যবস্থা সম্পর্কিত প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র প্রযুক্তি ও বিজ্ঞান খাতে চীনকে অবরুদ্ধ ও সীমাবদ্ধ করেছে, চীনা কোম্পানি দমন করেছে এবং চীনের উন্নয়ন রোধ করতে চেয়েছে। যা চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার স্বার্থ, বাজার অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্যিক নীতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করেছে। চীন এর তীব্র বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল ঠিক করার দাবি জানায়। চীন এসব ঘটনায় গভীর মনোযোগ রাখবে এবং চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

(তুহিনা/তৌহিদ/শিশির)