সিসিপিআইটি বিদেশি বাণিজ্যের উন্নয়ন বেগবান করতে ধারাবাহিক ব্যবস্থা নেবে
2024-03-29 18:25:46

মার্চ ২৯: আজ (শুক্রবার) চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড বা সিসিপিআইটি’র মুখপাত্র বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চলতি বছর সিসিপিআইটি বিভিন্ন প্রদর্শনী আয়োজন করার মাধ্যমে বিদেশি বাণিজ্য স্থিতিশীল করে তুলবে এবং এর মানও বৃদ্ধি করবে।

মুখপাত্র ইয়াং ফান বলেন, চলতি বছর সিসিপিআইটি বাণিজ্যের প্রচারে গুরুত্বারোপ করবে। এখন দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  দু’শতাধিক দেশি বিদেশি শিল্পপ্রতিষ্ঠান এতে যোগদানে চুক্তি স্বাক্ষর করেছে এবং তার মধ্যে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংখ্যা শতকরা ২০ ভাগ।

 

তা ছাড়া, সিসিপিআইটি ফ্রান্স, জার্মানি, স্পেন ও সংযুক্ত আরব আমিরাতসহ ৯টি দেশে আর্থ-বাণিজ্যিক প্রদর্শনীও আয়োজন করবে বলে উল্লেখ করেন মুখপাত্র।

 

লিলি/তৌহিদ