শেষের পথে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন
2024-03-29 15:26:37

মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া ২০২৪ বার্ষিক সম্মেলন শুক্রবার শেষ হচ্ছে। শেষ দিনে একটি সাব ফোরাম ও কিছু কার্যক্রমের পর সমাপনী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গল থেকে শুক্রবার অনুষ্ঠিত এই বছরের বিএফএ-তে ৬০ টিরও বেশি দেশ এবং অঞ্চলের ২০০০ জনেরও বেশি প্রতিনিধি চীনের দ্বীপ প্রদেশ হাইনানে অবস্থিত বোয়াও রিসোর্ট শহরে একত্রিত হন।

অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি, অগ্রগতির ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় ঘটে এই ফোরামে।  

শুক্রবার সকালে চারটি সাব-ফোরাম অনুষ্ঠিত হয়। একটি উন্মুক্ত সাব ফোরামে অতিথিরা দেশে ও বিদেশে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, জ্ঞান সংগ্রহ, সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সুস্থ বার্ধক্যের ধারণাকে আরও উন্নত করার মতো বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান ও ধারণা বিনিময় করেন।

আরেকটি সাবফোরামের বিষয় ছিল বেল্ট অ্যান্ড রোড এর উচ্চমানের যৌথ নির্মাণ।

এই সাব-ফোরামে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধানরা বিআরআই-এর প্রস্তাবের পর থেকে অবকাঠামো "হার্ড কানেক্টিভিটি" এবং "সফট কানেকটিভিটি" নিয়ম, কার্যক্রম এবং অন্যান্য দিকগুলোকে গভীরতর করার ক্ষেত্রে অর্জন নিয়ে আলোচনা করছেন। যৌথভাবে "ডিজিটাল সিল্ক রোড" কীভাবে তৈরি করা যায় এবং প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল অর্থনীতির মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা যায় সে বিষয়েও গভীর আলোচনা হয়।

সাব ফোরামের পর, চার দিনব্যাপী ইভেন্টে অর্জিত ফলপ্রসূ ফলাফলের পরিচয় দিতে বিকেলে একটি সমাপনী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০০১ সালে প্রতিষ্ঠিত, বিএফএ হল একটি বেসরকারী এবং অলাভজনক আন্তর্জাতিক সংস্থা যা আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের প্রচার এবং এশীয় দেশগুলোকে তাদের উন্নয়ন লক্ষ্যগুলোর কাছাকাছি নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শান্তা/রহমান