বিনা বাধায় গাজায় মানবিক সাহায্য প্রবেশের ব্যবস্থা করতে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের নিরেদ্শ
2024-03-29 13:06:16

মার্চ ২৯: বিনা বাধায় যাতে মানবিক সাহায্য ফিলিস্তিনের গাজায় প্রবেশ করতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে ইসরায়েলকে আদেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আদালত।

গত ৬ মার্চ দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষাপটে গতকাল (বৃহস্পতিবার) এ আদেশ দেয় হেগে অবস্থিত জাতিসংঘের এ শীর্ষ আদালত।

আদেশে বলা হয়েছে, গাজা এলাকার ফিলিস্তিনিদের জরুরি খাদ্য, পানি, বিদ্যুৎ, জ্বালানি, বাসস্থান, বস্ত্র, স্বাস্থ্যপণ্য, চিকিত্সা সরঞ্জাম ও চিকিত্সাসেবা দরকার।

স্থল ট্রানজিট পয়েন্টের সক্ষমতা ও সংখ্যা বাড়িয়ে প্রয়োজনের সময় সেগুলো যাতে খোলা থাকে তা নিশ্চিত করতেও ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। (প্রেমা/রহমান)