জার্মান চীনা ভাষা কোরাস দলের সঙ্গে সাক্ষাত করলেন ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান
2024-03-29 17:05:21

মার্চ ২৯: গতকাল (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ের নম্বর ৩৫ মাধ্যমিক স্কুলে সফররত জার্মান পোল্য চীনা ভাষা কোরাস দলের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাত্ করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফার্স্ট লেডি ফেং লি ইউয়ান।

কোরাস দলটিকে আবারও চীন সফর করতে আসায় স্বাগত জানিয়ে ফেং লি ইউয়ান বলেন, গত ১০ বছরে কোরাস দলটি গানের মাধ্যমে মৈত্রী প্রকাশ করেছে এবং সফলতা অর্জন করেছে। সবার চেষ্টায় কোরাস দল চীন-জার্মানির মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময়ের সেতু স্থাপন করেছে। আশা করা যায়, শিক্ষার্থীরা সংগীতকে চাবি হিসেবে ব্যবহার করে চীনা ভাষার নতুন জগত খুলে দেবে এবং সুন্দর সুর দিয়ে চীনা সংস্কৃতির সৌন্দর্য উপভোগ করবে।

কোরাস দলের শিক্ষার্থীরা চীনা ভাষায় ফার্স্ট লেডির সামনে লেখাপড়ার অভিজ্ঞতা ও চীনের প্রতি তাদের ভালবাসা তুলে ধরেছে।

মাদাম ফেং লি ইউয়ান তাদের চীনা ভাষার প্রশংসা করেন এবং তাদেরকে দেশে ফিরে যাবার পর পরিবার ও বন্ধুদের সঙ্গে চীনের অভিজ্ঞতা বিনিময় করায় উত্সাহ দেন।

কোরাস দল ও ফেং লি ইউয়ান উপহার বিনিময় করেন এবং চীন ও জার্মান ছাত্রছাত্রীরা দু’দেশের গান পরিবেশন করে।(শিশির/তৌহিদ/লিলি)