কাজাখস্তানের প্রেসিডেন্টসহ নেতৃবৃন্দের সঙ্গে চাও ল্য চির সাক্ষাত
2024-03-29 16:55:32

মার্চ ২৯: চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লি চ্য গতকাল (বৃহস্পতিবার) বিকেলে হাই নান প্রদেশের বো’আওতে ২০২৪ এশীয় ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী কাজাখন্তানের প্রেসিডেন্ট, কম্বোডিয়া রাজার উপদেষ্টা দলের চেয়ারম্যান ও রুশ উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম-জোমার্ট তোকায়েভ-এর সঙ্গে সাক্ষাতে চাও ল্য চি বলেন, চীন-কাজাখস্তান সম্পর্কের নতুন সময় চলছে। প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট তোকায়েভ চীন-কাজাখস্তান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যতের মৌলিক ধারা। দু’পক্ষের উচিত্ দু’নেতার মতৈক্য বাস্তবায়ন করা, পরস্পরকে সমর্থন দেওয়া, গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করা, মানুষের মধ্যে আদান-প্রদান প্রসারিত করা, কৌশলগত সমন্বয় বাড়ানো এবং দু’দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা দেওয়া।

 

কম্বোডিয়া রাজার উপদেষ্টার প্রতিনিধি দলের প্রধান সামদেচ হুন-সেনের সঙ্গে সাক্ষাতে চাও ল্য চি বলেন, দু’দেশের নেতার কৌশলগত নেতৃত্বে চীন-কম্বোডিয়া অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ উচ্চ মান, উচ্চ পর্যায় ও উচ্চ আদর্শের নতুন যুগে প্রবেশ করেছে। চীন কম্বোডিয়ার সঙ্গে অর্থনীতি, সংস্কৃতি ও যুবকসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করত চায়। দু’দেশের আইন প্রণয়ন সংস্থার উচিত্ বন্ধুত্বপূর্ণ বিনিময় বজায় রেখে বহু পর্যায় ও খাতে সহযোগিতার সম্পর্ক প্রসারিত করা। 

রুশ উপ প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে সাক্ষাত্ চাও ল্য চি বলেন, প্রেসিডেন্ট সি চি পিং ও প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে চীন-রাশিয়া সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন হয়েছে। চীনা জাতীয় গণকংগ্রেস ও রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা ঘনিষ্ঠতর করা হবে এবং পরস্পর আইন প্রণয়নসহ নানা অভিজ্ঞতা বিনিময় করবে, যা দু’পক্ষের সহযোগিতায় আইনি নিশ্চয়তা দেবে।

(শিশির/তৌহিদ/লিলি)