চীনের সঙ্গে সহযোগিতা করে সবুজ অর্থনীতি উন্নত করতে চান বো’আও ফোরামে অংশগ্রহণকারীরা
2024-03-29 16:47:15

মার্চ ২৯: বো’আও এশিয়া ফোরাম ২৬ থেকে ২৯ মার্চ চীনের হাইনান প্রদেশের বো’আওতে অনুষ্ঠিত হয়েছে। অনেক অংশগ্রহণকারী বলেছেন, বো’আও এশিয়া ফোরামের মাধ্যমে চীন বিশ্বকে সহযোগিতার ইতিবাচক বার্তা পাঠিয়েছে, সবুজ অর্থনীতির খাতে চীন বিশ্বের শীর্ষস্থানে রয়েছে এবং চীনের সঙ্গে সক্রিয় সহযোগিতা বিশ্বের উন্নয়ন বেগবান করবে।

ইউরোশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ভিনোকৌরভ বলেন, সহযোগিতা এবারের ফোরামের কেন্দ্রীয় বিষয়, এটি বিশ্বকে বলেছে যে, অর্থনীতি ও বাণিজ্য এবং প্রযুক্তিগত বিনিয়োগের খাতে চীন সহযোগিতা করতে চায়, প্রতিযোগিতা না। প্রত্যেক অংশগ্রহণকারী তা অনুভব করেছে।

ইতালির এনি গ্রুপের বেইজিং অফিসের প্রধান প্রতিনিধি জিওভান্নি বলেন, বো’আও এশিয়া ফোরামের কয়েকটি সাব-ফোরামের প্রধান বিষয় সহযোগিতার সঙ্গে জড়িত, যেমন অভিন্ন নীতি ও সাধারণ মানের আলোচনা, যা বাণিজ্য, অভিজ্ঞতা ও জ্ঞান ভাগাভাগি করার ক্ষেত্রে অনেক সহায়ক।

জাপানের মিতসুবিশি গ্রুপের সাবেক সভাপতি কেনিচিরো শানজি বলেন, উদ্ভাবনী প্রযুক্তি ছাড়া শিল্প রূপান্তর হবে না। সবুজ প্রযুক্তি জাপানি কোম্পানিগুলোকে শিল্প আপগ্রেডে সাহায্য করতে শুরু করে। চীনেরও সবুজ অর্থনীতি উত্সাহিত করার নীতি রয়েছে। একটি কোম্পানি হিসেবে সবুজ অর্থনীতির প্রবণতা অনুসরণ না করলে সহজেই নির্মূল হয়ে যাবে।

(তুহিনা/তৌহিদ/শিশির)