সন্ত্রাসী তত্পরতা দমনে পাকিস্তানকে দৃঢ় সমর্থন দেয় চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-03-29 13:07:31

মার্চ ২৯: পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়ায় জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ধন্যবাদ জানিয়েছে চীন।

গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান নিয়মিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলেন, বেইজিং যে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং সন্ত্রাসী তত্পরতা দমনে পাকিস্তানের উদ্যোগে দৃঢ় সমর্থন দেয়।

খাইবার পাখতুনখোয়ার বেশামে মঙ্গলবার চালানো ওই হামলা ৫জন চীনা নাগরিক এবং ১জন পাকিস্তানি নাগরিক প্রাণ হারায়।

লিন চিয়ান বলেন, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানে চীনা দূতাবাস বিষয়কটি মোকাবিলা ও আনুষঙ্গিক কাজ করছে।

পাকিস্তান ইতোমধ্যে চীনা কর্মী, প্রকল্প ও সংস্থার নিরাপত্তা জোরদার করছে – একথা জানিয়ে তিনি বলেন, চীন বিশ্বাস করে, পাকিস্তান নিশ্চয়ই শিগগির হত্যাকারীকে বিচারের আওতায় আনবে। (প্রেমা/রহমান)