১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের আন্তর্জাতিক জুরিবোর্ড ঘোষণা
2024-03-29 18:31:06

মার্চ ২৯: ১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব আগামী মাসে শুরু হবে। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রধান প্রতিদ্বন্দ্বিতার ইউনিট হিসেবে ‘থিয়েনথান পুরস্কার’ বরাবরই সবার দৃষ্টি আকর্ষণ করে। আজ (শুক্রবার) ‘থিয়েনথান পুরস্কারের’ আন্তর্জাতিক জুরিবোর্ডের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সার্বিয়ার বিখ্যাত পরিচালক এমির কুস্তুরিকা জুরিবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জুরিবোর্ডের ছয়জন সদস্য যথাক্রমে অস্ট্রেলিয়ার মুভির সাউন্ড ডিজাইনার ডেভিড ওয়াইটার, চীনা বংশোদ্ভূত প্রবাসী ক্রিস ফিলিপস, অস্ট্রিয়ার পরিচালক জেসিকা হাউসনার, ব্রাজিলের পরিচালক কার্লোস সালদানহা এবং চীনা অভিনেত্রী মা লি ও অভিনেতা চু ই লোং।

 

ইউরোপ, আমেরিকা, ওশেনিয়া এবং এশিয়ার সাতজন চলচ্চিত্র ব্যক্তিত্ব নিয়ে গঠিত একটি নির্বাচন কমিটি যৌথভাবে আসন্ন ১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব চলাকালীন ‘থিয়েনথান পুরস্কারের’ সেরা দশটি পুরস্কার নির্বাচন করবেন।

লিলি/তৌহিদ