রমজান উপলক্ষ্যে মিশরে দাতব্য অনুষ্ঠান করলো চীনা দূতাবাস
2024-03-29 14:42:07

মার্চ ২৯: রমজান উপলক্ষ্যে মিশরে অবস্থিত চীনা দূতাবাস এবং মিশর-চীন চেম্বার অব কমার্স গত পরশু (বুধবার) মিশরের ফাইয়ুমে যৌথভাবে একটি দাতব্য অনুষ্ঠান আয়োজন করে।

মিশরে চীনা দূতাবাসের মিনিস্টার চাং ছাও ইয়াং অনুষ্ঠানে বলেন, মিশরে চীনা অর্থায়নে পরিচালিত উদ্যোগগুলো দেশটির ‍নির্মাণে সহায়তা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সক্রিয়ভাবে সামাজিক দায়িত্ব পালন করেছে।

রমজান উপলক্ষ্যে মিশরে চীনা দূতাবাস এবং মিশর-চীন চেম্বার অব কমার্স ১০ বছর ধরে দাতব্য অনুষ্ঠান আয়োজন করে আসছে। এ উপলক্ষে মিশরীয়দের শুভকামনা জানায় চীন।

এই অনুষ্ঠান আয়োজনের জন্য মিশরের ফাইয়ুমের গর্ভনর এসাম সাদ ইব্রাহিম আহমেদ চীনা দূতাবাস এবং মিশর-চীন চেম্বার অব কর্মাসের প্রতি কৃতজ্ঞ জানান।

তিনি চীনা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ফাইয়ুমের মৌলিক তথ্য জানান এবং তাদের কাছ থেকে আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করেছেন।

মিশর-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট এবং মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আলী শিফনি বলেন, এই অনুষ্ঠানটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের একটি উজ্জ্বল প্রতিফলন এবং এটি ব্যাপকভাবে চীন ও মিশরের জনগণের মধ্যে বন্ধুত্ব বাড়াবে।

২০১৫ সাল থেকে চীন এ পর্যন্ত ১০টি রমজানের দাতব্য অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে মিশরকে ৩০ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ৬৪ হাজার  মার্কিন ডলার) মূল্যের সামগ্রী দান করেছে চীন।

(অনুপমা/রহমান)