ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২১
2024-03-29 14:36:38

মার্চ ২৯: ইসরায়েলি বাহিনী গতকাল (বৃহ্স্পতিবার) ফিলিস্তিনের দক্ষিণ ও উত্তর গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। এতে অন্তত ২১জন নিহত হয়েছে। ফিলিস্তিনের একটি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালালে কমপক্ষে ১২জন প্রাণ হারায়।

একই দিন তারা গাজার উত্তরাঞ্চলের একাধিক এলাকায় বোমা হামলা চালায়, যাতে অন্তত ৯জন নিহত হয়।

গাজা উপত্যকার তথ্য অনুযায়ী, বেশ কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফা এবং আশপাশ এলাকায় আক্রমণ চালাচ্ছে। তবে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।

গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগ গতকাল (বৃহ্স্পতিবার)  জানায়, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে ৬২জন নিহত এবং ৯১জন আহত হয়েছে।

গত বছর অক্টোবরে ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল মধ্যে নতুন দফা সংঘর্ষ শুরু হওয়ার পর, ইসরায়েলি বাহিনীর হামলা গাজায় ৩২ হাজার ৫শর বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ৭৫ হাজার জন আহত হয়েছে।

(অনুপমা/রহমান)