হামাসের জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী
2024-03-29 16:19:11

মার্চ ২৯: ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল (বৃহস্পতিবার) বলেছে, উত্তর গাজা উপত্যকার গাজা শহরে এক সামরিক অভিযানের সময় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের (হামাস) একজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে তারা।

 

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এদিন এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী শিফা হাসপাতালে একটি সামরিক অভিযানের সময় হামাসের সাথে সম্পৃক্ত সশস্ত্র সংগঠন ‘আল-কাসাম ব্রিগেড’র রসদের দায়িত্বে থাকা ওই জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে।

 

তিনি বলেন, নিহত ব্যক্তি হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ‘শীর্ষ দশ’ জনের একজন ছিলেন এবং গাজা অঞ্চলের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও অন্যদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুখপাত্র আরও বলেন, শিফা হাসপাতালে হামাসের আরও জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের নভেম্বরে শিফা হাসপাতালে সামরিক অভিযান চালায় এবং হাসপাতালে হামাসের যুদ্ধ কমান্ড সেন্টার ও সামরিক সরঞ্জাম খুঁজে পেয়েছে বলে দাবি করে। তবে গাজা অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে।

(রুবি/রহমান/শিশির)