দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসত্য মন্তব্যের জবাব দিয়েছে চীন
2024-03-28 18:23:14

মার্চ ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সম্প্রতি দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রকাশিত ভিত্তিহীন মন্তব্যে তীব্র অসন্তুষ্ট চীন। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে দেশটি।

জানা গেছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দক্ষিণ চীন সাগরে জল কামান দিয়ে ফিলিপিন্সের জাহাজগুলোর ক্ষতি করা এবং ক্রুদের আহত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন তারা। দক্ষিণ চীন সাগর হল একটি প্রধান আন্তর্জাতিক জলপথ যা দক্ষিণ কোরিয়সহ সব দেশ ব্যবহার করে। উপরের পদক্ষেপগুলো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং নিয়ম-ভিত্তিক সামুদ্রিক শৃঙ্খলার প্রচেষ্টা ক্ষুণ্ণ করেছে।

এ প্রসঙ্গে লিন চিয়েন বলেন, দক্ষিণ চীন সাগরে নৌচলাচলের স্বাধীনতায় কখনোই কোনো সমস্যা ছিল না। প্রতিবছর এক লাখেরও বেশি বাণিজ্যিক জাহাজ এ পথ দিয়ে যায় এবং এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজ বাধার সম্মুখীন হয়নি।

 লিলি/তৌহিদ