দাসু সন্ত্রাসী হামলায় নিহত চীনা নাগরিকদের জন্য শোক পাকিস্তানের রাষ্ট্রপতির
2024-03-28 16:42:12

মার্চ ২৮: দাসু জলবিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একটি গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত চীনা নাগরিকদের প্রতি শোক জানাতে পাকিস্তানের চীনা দূতাবাসে যান দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। গতকাল (বুধবার) দূতাবাসে জারদারি বলেন, তিনি পাকিস্তানি জনগণের পক্ষ থেকে সন্ত্রাসী হামলায় পাঁচ চীনা নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চান।

জারদারি বলেন, আক্রমণটি এতই মর্মান্তিক ছিল যে, তিনি ‘নিজের সন্তান হারানোর মতো’ অনুভব করেছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কখনই পাকিস্তান ও চীনের বন্ধুত্ব নষ্ট করতে এবং দুই দেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার সাধারণ লক্ষ্যগুলোকে প্রভাবিত করতে দেবে না ইসলামাবাদ।

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত চিয়াং চাই তোং বলেন, দাসু প্রকল্প এবং অন্যান্য চীন-পাকিস্তান সহযোগিতা প্রকল্পের নির্মাতারা পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার উন্নতিতে অসামান্য অবদান রেখেছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের অপরাধমূলক হামলা চালানো অন্যায্য। তিনি আরও বলেন, চীন লক্ষ্য করেছে, সমগ্র পাকিস্তান সমাজে সন্ত্রাসবাদের নিন্দায় একটি শক্তিশালী গতি তৈরি হয়েছে এবং

চীন আশা করে ও বিশ্বাস করে, এই গতি পাকিস্তানে চীনা কর্মীদের নিরাপত্তা জোরদার করতে শক্তিশালী পদক্ষেপে রূপান্তরিত হবে।

 

রুবি/ফয়সল/শিশির