পাকিস্তানের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ
2024-03-28 15:04:59

মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।   

পরিষদের সদস্যরা নিহতদের পরিবার এবং পাকিস্তান ও চীন সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিষদের সদস্যরা মনে করেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুতর হুমকিগুলোর একটি সন্ত্রাসবাদ।  তারা অপরাধীদের, সংগঠক, অর্থ যোগানদাতা এবং সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেন। পাকিস্তান ও চীন সরকারের পাশাপাশি প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে এই বিষয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য সব  রাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন পরিষদের সদস্যরা।

মঙ্গলবার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলায় পাকিস্তানের একটি বাঁধ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি গাড়িবহরে বোমা হামলায় ৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন চীনা প্রকৌশলী এবং একজন পাকিস্তানি নাগরিক। 

নাহার/শান্তা 

তথ্য ও ছবি- সিনহুয়া