বৈদেশিক বাণিজ্যে রেকর্ড গড়েছে সিনচিয়াংয়ের হরগোস স্থলবন্দর
2024-03-28 15:09:24

সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের সীমান্তে অবস্থিত হরগোস বন্দর চীন এবং ইউরোপের মধ্যে বাণিজ্য পথের ক্রমবর্ধমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হরগোস বন্দর চীনকে মধ্য এশিয়ার সঙ্গে সংযোগকারী একটি প্রধান সীমান্ত সংযোগস্থল। এই বছরের প্রথম দুই মাসে বন্দরটি ৬৯০ টনেরও বেশি পণ্য হ্যান্ডল করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। চীনের কাস্টমস সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

হরগোসের মধ্য দিয়ে যাওয়া পণ্যগুলোর মধ্যে, চীন থেকে রপ্তানি এক মিলিয়ন টন ছাড়িয়েছে, যেখানে আমদানিকৃত কার্গো জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের মধ্যে প্রায় ৬ মিলিয়ন টনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৫০ শতাংশের বেশি এবং ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের মধ্যে প্রধানত যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্য, তামা, খামার পণ্য, খাদ্য ও ধাতু আকরিক অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আমদানিকৃত খামার পণ্য ও খাদ্যের বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

রপ্তানিকৃত পণ্যের মধ্যে ছিল প্রধানত নতুন শক্তির যানবাহন, যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্য, উচ্চ প্রযুক্তির পণ্য, গার্মেন্টস ও টেক্সটাইল, ফল ও শাকসবজি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য।

নতুন শক্তির গাড়ির বাণিজ্য মূল্য গত বছরের তুলনায় ৫ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে যা বিশ্বব্যাপী চীনা ব্র্যান্ডের জনপ্রিয়তা তুলে ধরে।

শান্তা/ফয়সল