সুইজারল্যান্ড সফর করেছেন এনপিসি’র স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান
2024-03-28 17:05:04

মার্চ ২৮: সুইস ফেডারেল পার্লামেন্টের আমন্ত্রণে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান সিয়াও চিয়ে একটি প্রতিনিধি দল নিয়ে ২৬, ২৭ মার্চ সুইজারল্যান্ড সফর করেছেন এবং সুইস ফেডারেল পার্লামেন্টের জাতীয় কাউন্সিলের সভাপতি এরিক নুসবাউমার ও সুইস ফেডারেল কাউন্সিলর, দেশের অর্থ, শিক্ষা ও গবেষণামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

 

সিয়াও চিয়ে বলেন, দু’দেশের নেতার কৌশলগত নেতৃত্বে চীন ও সুইজারল্যান্ডের কৌশলগত অংশীদারি সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। আগামী বছর চীন-সুইজারল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। চীনের জাতীয় গণকংগ্রেস সুইস ফেডারেল পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা জোরদার করে দু’দেশের নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিতে চায়।

 

সুইজারল্যান্ড চীনের উন্নয়ন সফলতা ও দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উচ্চ মূল্যায়ন করেছে এবং একচীন-নীতি মেনে চলে বলে পুনরায় উল্লেখ করেছে। চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং আইনপ্রণয়ন সংস্থার মধ্যে যোগাযোগ বাড়াতে, আর্থ-বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বেগবান করতে ইচ্ছুক দেশটি।

(শিশির/তৌহিদ/লিলি)