চীনের শীর্ষ আইন প্রণেতার সঙ্গে বোয়াও ফোরামের কর্মকর্তা ও বৈশ্বিক উদ্যোক্তাদের বৈঠক
2024-03-28 15:02:38

মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি বুধবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বোয়াওতে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) পরিচালনা পরিষদের সদস্য এবং বিএফএ কাউন্সিল অফ অ্যাডভাইজারের কয়েকজন প্রতিনিধি এবং কৌশলগত অংশীদারদের সাথে দেখা করেছেন।

ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও বলেছেন, এই বছরের বিএফএ বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য - "এশিয়া এবং বিশ্ব: অভিন্ন চ্যালেঞ্জ, অভিন্ন দায়িত্ব" - আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ উদ্বেগগুলোকে মোকাবেলা করে এবং এর শক্তিশালী ব্যবহারিক তাৎপর্য রয়েছে। 

চাও বলেন, আজকের বিশ্বে, অসংখ্য চ্যালেঞ্জ এবং সঙ্কট একে অপরের সাথে জড়িত, পরিস্থিতি যত কঠিন , ঐক্যমত, সংহতি এবং সহযোগিতা বৃদ্ধি করা তত বেশি জরুরি।

তিনি বলেন, "চীন তার নিজস্ব নতুন উন্নয়নের মাধ্যমে বিশ্বকে আরও নতুন সুযোগ প্রদান করবে এবং বিএফএ-র উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে।”

বিএফএ চেয়ারম্যান বান কি-মুন এবং সভায় উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা মানবতার জন্য একটি অভিন্ন ভবিষ্যত এবং চীনের প্রস্তাবিত একাধিক বৈশ্বিক উদ্যোগের সাথে একটি সম্প্রদায় গড়ে তোলার ধারণার কথা উচ্চারণ করেন এবং ফোরামের উন্নয়নে অবদান রাখতে তাদের ইচ্ছা প্রকাশ করেন ও  সকল দলের ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

শান্তা/ফয়সল