বহুজাতিক কোম্পানি চীনের বাজার নিয়ে আশাবাদী: চীনা বাণিজ্য মন্ত্রণালয়
2024-03-28 17:07:38

মার্চ ২৮: আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে মুখপাত্র হ্য ইয়া তুং সম্প্রতি বিদেশে কয়েকজন বহুজাতিক কোম্পানির দায়িত্বশীল ব্যক্তির চীন সফরের অবস্থা তুলে ধরেছেন। তিনি বলেছেন, বহুজাতিক কোম্পানি চীনের বাজার নিয়ে আশাবাদী।

 

তিনি বলেন, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের নেতারা যথাক্রমে অ্যাপল, কোয়ালকম, মার্সিডিজ-বেঞ্জসহ ২০টিরও বেশি বিদেশি কোম্পানির দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে সাক্ষাত্ করেছেন। ওই কোম্পানিগুলো ঔষধ, অটোমোবাইল, খাদ্য, অর্থ, প্রসাধনী, ইলেকট্রনিক তথ্য, রাসায়নিক ও জ্বালানিসহ নানা ধরনের ব্যবসা করে। বিভিন্ন খাত ও শিল্পের বহুজাতিক কোম্পানি চীন সফর করছে এবং চীনা অর্থনীতি পুনরুদ্ধারের ধারা অনুভব করে। বিনিময়ে আমরা তাদের কাছে চীনের উচ্চ মানের বৈদেশিক উন্মুক্তকরণ ও ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের নীতি এবং নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়নের মাধ্যমে সৃষ্ট নতুন সুযোগ তুলে ধরেছে। আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলায় বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে স্বাগত জানায় বেইজিং। তারাও চীনা বাজার নিয়ে আশাবাদী এবং অব্যাহতভাবে চীনে বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

 

চলতি বছরের প্রথম দুই মাসে চীনে আসা নতুন বিদেশি কোম্পানির সংখ্যা ৩৪.৯ শতাংশ বেড়েছে। চীনকে বেছে নিলে বিশ্বকে বেছে নেয়া যায়, চীনে বিনিয়োগ করলে ভবিষ্যতে বিনিয়োগ করা হয় বলে মনে করেন তারা।
(শিশির/তৌহিদ/লিলি)