চীন-ভারত সীমান্ত আলোচনা ও সমন্বয় কার্যব্যবস্থার ২৯তম সম্মেলন অনুষ্ঠিত
2024-03-28 15:52:51

মার্চ ২৮: গতকাল (বুধবার) চীন-ভারত সীমান্ত বিষয়ক আলোচনা ও সমন্বয় কার্যব্যবস্থার ২৯তম সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অভিবাসন বিভাগের প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন।

দু’পক্ষ চীন ও ভারত সীমান্ত অবস্থার নিয়ন্ত্রণের উচ্চ মূল্যায়ন করেছে এবং পরবর্তী পর্যায়ের কাজ নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছে। সীমান্তে চলমান সমস্যা নিয়ে যত দ্রুত সম্ভব দু’পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি পরিকল্পনা তৈরিতে একমত হয়েছে দুই পক্ষ। পাশাপাশি, সীমান্তের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে। তা ছাড়া, কূটনৈতিক ও সামরিক পদ্ধতিতে যোগাযোগ বাজায় রাখা, আলোচনার ব্যবস্থা উন্নত করা, যত দ্রুত সম্ভব সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক আয়োজন করাসহ নানা বিষয়ে মতৈক্য পৌঁছেছে দু’পক্ষ।

(শিশির/তৌহিদ/লিলি)